‘বন্দুকযুদ্ধে’ ফিরে গেছে র‍্যাব

মানিকগঞ্জের সিংগাইরে কথিত বন্দুকযুদ্ধে কাওসার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন; যাকে ডাকাত বলছে র‌্যাব৷ ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, দুটি বড় রামদা, একটি চাপাতি ও দুটি ছুরি উদ্ধার করেছে র‌্যাব৷

উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি এলাকায় বুধবার রাতে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান৷

৪৫ বছর বয়সি নিহত কাওসার জয়পুরহাট জেলার পাচঁবিবি থানার জয়হার গ্রামের লোকমানের ছেলে৷

ইমরান খানের ভাষ্য, কয়েকজনের একটি ডাকাতদল ঘটনাস্থলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে গোপন খবরে তারা সেখানে অভিযান চালায়৷ এ সময় ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করলে র‌্যাবও পাল্টা গুলি করে৷ গোলাগুলির এক পর্যায়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়৷ পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে পরে তার মৃত্যু হয়৷

কাওসারের বিরুদ্ধে বিভিন্ন থানায় নয়টি মামলা রয়েছে জানিয়ে র‌্যাবের এ কর্মকর্তা বলেন, তার লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে৷ এ ঘটনায় তাদের দুই সদস্যও আহত হয়েছেন৷

Sharing is caring!