র্যাব পুনর্গঠনে উঠতে পারে নিষেধাজ্ঞা। এছাড়া অভিযোগের সুরাহায় সুনির্দিষ্ট ব্যবস্থা ও বাহিনীটিকে জবাবদিহিতায় আনা ছাড়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগ নেই। তবে, এই মুহূর্তে বাংলাদেশকে কোনো নিষেধাজ্ঞা দিতে চায় না যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (৩১ মে) জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব টকে এসব কথা বলেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
তিনি আরও বলেন, আমরা র্যাবকে সন্ত্রাসবাদ মোকাবেলায় কার্যকর একটি বাহিনী হিসেবে দেখতে চাই। তবে তাদের মৌলিক মানবাধিকারও মেনে চলতে হবে।
এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। এসময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের তাগিদ দেন তিনি।
পিটার হাস বলেন, অর্থনীতি শক্ত অবস্থানে থাকায়, বাংলাদেশে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হবে না।