পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) ভোরের আলোয় রমনার বটমূলে কেউ গাইবে না বর্ষবরণের গান ‘এসো হে বৈশাখ…’।
করোনাভাইরাসের সংক্রমণে সব ধরনের জনসমাগম বন্ধ থাকায় রমনার বটমূলে অনুষ্ঠিত হবে না ছায়ানটের কোনো অনুষ্ঠান।
স্বাস্থ্য সতর্কতা মেনেই নিয়মিত বর্ষবরণ অনুষ্ঠান ও মিলনমেলার আয়োজন থেকে সরে এসেছে ছায়ানট । এর বদলে ছোট পরিসরের একটি অনুষ্ঠান প্রচার করা হবে টেলিভিশন চ্যানেলে জানিয়েছে ছায়ানট কর্তৃপক্ষ।
জানা যায়, ছায়ানটের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, পহেলা বৈশাখ ভোরের অনুষ্ঠান আগেই রেকর্ড করে নেওয়া হবে। সে লক্ষ্যে সম্মেলক দলের নিয়মিত মহড়াও চলে। কিন্তু করোনা পরিস্থিতির ক্রমান্বয় অবনতি এবং শিল্পীদের স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কায় এই আয়োজনটি ডিজিটালি এবং পুরোনো ও নতুন পরিবেশনের মিশ্রণে ঢেলে সাজানো হচ্ছে। যা বাংলাদেশ টেলিভিশন থেকে সম্প্রচার করা হবে।
এদিকে, বাংলা নববর্ষ উপলক্ষে রমনার বটমূলে ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।
সোমবার এক বিবৃতিতে তিনি এই দুঃখ প্রকাশ করে বলেন, করোনা মহামারীর প্রতিকূল পরিস্থিতির জন্য গত বছরের মতো এবারও ছায়ানট ডিজিটাল মাধ্যম বাংলা নববর্ষ উদ্যাপন করবে।