
বিএনপির ভাইস চেয়ারম্যান ও বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেছেন, আমাদের ২০টি নদী হারিয়ে গেছে ফারাক্কা বাঁধের কারণে। তিস্তা নদী নিয়ে বিএনপি সরকারের আমলে একটি চুক্তিতে উপনীত হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছিলাম। কিন্তু সরকার পরিবর্তনের পর এখন তা পিছিয়ে গেছে।
আজ (রোববার) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বাংলার সূর্য সন্তান অতীশ দীপংকরের অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ চীন সাংস্কৃতিক একাডেমি এ সভার আয়োজন করে।
হাফিজ উদ্দিন বলেন, কৃষি নির্ভর বাংলাদেশের জন্যে অভিন্ন নদীর পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্যে। অথচ আমরা এই পানির আগ্রাসনের শিকার। কিন্তু কথাগুলো বলার মতো মানুষ নেই। এটিকে লক্ষ্য রেখে বন্ধু রাষ্ট্র চীন তিস্তা নদীর ওপরে একটি ডেভলপমেন্ট প্রজেক্ট দিয়েছে। এটি যদি বাংলাদেশ সরকার গ্রহণ করে তাহলে আমাদের দেশের উত্তরাঞ্চলের নদী, কৃষি সব কিছু উন্নত হবে। কিন্তু সরকার চীনের এ প্রস্তাব গ্রহণ করবে কি না সে সম্পর্কে কোনো সাড়া আমরা পাইনি। আশা করবো সরকার অবিলম্বে চীনের প্রস্তাবটি গ্রহণ করবে।
খালেদা জিয়া প্রসঙ্গে এই বিএনপি নেতা বলেন, আমরা আশা করি খালেদা জিয়াকে চিকিৎসার জন্যে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। তিনি তো বিদেশে গিয়ে পালিয়ে যাবেন না। তিনি তো বিদেশে যেতে চান না। কিন্তু তাকে চিকিৎসার জন্যে যেতে দেওয়া উচিত।
আলোচনা সভায় অতীশ দীপংকরের জীবনের নানা দিক তুলে ধরেন বক্তারা। তার আদর্শ, দর্শন নিয়ে আলোকপাত করেন তারা।