প্রতিবছর রমজানের আগে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নানা উদ্যোগ থাকে। কিন্তু এবার ইউক্রেন যুদ্ধের দোহাই দিয়ে বাড়তে থাকা পণ্যের দামের নাগাল টানা গেলেও কয়েকটি পণ্যে সুফল মিলেনি।
সাপ্তাহিক ছুটি ও রমজানকে কেন্দ্র করে বাজারে ক্রেতাদের বাড়তি আনাগোনা রয়েছে। বিশেষ করে মাংসের বাজারে ক্রেতাদরে উপস্থিতি বেশি। চাহিদার কথা মাথায় রেখে বিক্রেতারা বাড়তি যোগানও রেখেছেন। তবে প্রতিবছর সরকার রোজার আগে মাংসের দাম নির্ধারণ করলেও এ বছর কোনো উদ্যোগ নেই। দেশি, পাকিস্তানি কিংবা ব্রয়লার সব জাতীয় মুরগি বেশি দামে বিক্রি হচ্ছে।
ইফতারের মুখরোচক পণ্য বেগুন ও শসার দামেও বাড়তি হাওয়া বইছে। প্রতি কেজি বেগুনের জন্য ৮০ টাকা গুণতে হচ্ছে ক্রেতাদের। আর পেঁয়াজ, ডাল, চিনি ও ছোলা সেই আগের দামেই বিক্রি হচ্ছে।
এদিকে আবারও তেলের বাজারে তেলেসমাতি শুরু হয়েছে। বাজার থেকে এক লিটারের বোতালজাত তেল যেন গায়েব। তবে ৫ লিটারের বোতলজাত তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে।