সাকিব ইস্যুতে বিচলিত নন পাপন

দক্ষিণ আফ্রিকা সফরের আগে হুট করেই সাকিব আল হাসান বলছেন, তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য এখন শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত নন। সংবাদমাধ্যমে সাকিবের এমন মন্তব্যে বেজায় ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে তিনি ‘বিচলিত নন’ বলেও মন্তব্য করেছেন।

খেলোয়াড়দের আরো পেশাদার আচরণ করার আহ্বান জানিয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘তা না হলে একটা সময় আসবে, যখন আমাদের মতো সিদ্ধান্ত নিতে হবে। তখন কারো তা পছন্দ হবে না।’

বিসিবি সভাপতির সাফ কথা, কেউ খেলতে না চাইলে খেলবে না। কিন্তু সেটা বিসিবিকে আগে থেকেই জানাতে হবে। হুট করে বললে হবে না। এভাবে দল বিপদে পড়ে বলে মন্তব্য তার।

সোমবার সাংবাদিকদের নাজমুল হাসান পাপন বলেন, ‘ওর (সাকিব) এসব কথাবার্তা নিয়ে আমি মোটেও বিচলিত নই। ওকে হয়তো শারীরিক ও মানসিকভাবে কিছু একটা ডিস্টার্ব করছে। সেটা হতেই পারে। ওর যদি কোনো সমস্যা থাকে, আমাদের বলতে পারে। এয়ারপোর্টে যাওয়ার সময় ফোনে বলে দেওয়া, এটা হয় না।’

দক্ষিণ আফ্রিকায় সাকিবের খেলা না খেলা নিয়ে আলোচনা অনেক আগে থেকেই। আইপিএলে খেলবেন বলে এই সফরের টেস্ট সিরিজ থেকে ছুটি নিয়ে রেখেছিলেন তিনি। কিন্তু আইপিএলে দল পাননি এই অলরাউন্ডার।

পরে আফগানিস্তান সিরিজের মাঝপথে বিসিবি সভাপতি জানান, দক্ষিণ আফ্রিকায় দুই ফরম্যাটেই খেলবেন সাকিব। যদিও সাকিব নিজে নীরব ছিলেন এ ব্যাপারে।

Sharing is caring!