মিনি অ্যাটাক ড্রোনের সফল পরীক্ষা উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া মিনি অ্যাটাক ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম ডেইলি এনকে আজ (বুধবার) এ তথ্য জানিয়েছে।

তারা বলেছে-বিশ্বস্ত সামরিক সূত্রে এটা নিশ্চিত হওয়া গেছে যে উত্তর কোরিয়া এমন এক ধরণের ছোট্ট ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে যা লক্ষ্যবস্তু শনাক্তের পাশাপাশি হামলাও চালাতে পারবে।

ডেইলি এনকে আরও জানিয়েছে, উত্তর কোরিয়া গত ১০ এপ্রিল সেদেশের নর্থ পিউনগান প্রদেশের বানচিউন এলাকার একটি কেন্দ্রে এই পরীক্ষা সম্পন্ন করেছে।

দক্ষিণ কোরীয় এই গণমাধ্যম আরও জানিয়েছে, উত্তর কোরিয়ার মিনি ড্রোন যুদ্ধের ফ্রন্ট লাইনে আঘাত হানতে সক্ষম এবং আঘাত হানার পর এটি নিজেই ধ্বংস হয়ে যেতে পারে। একইসঙ্গে প্রতিবেশী দেশগুলো বিশেষকরে দক্ষিণ কোরিয়ার স্পর্শকাতর স্থাপনাগুলো সম্পর্কে তথ্য সংগ্রহেও এই ড্রোন ব্যবহার করা যাবে।

আগামী পাঁচ বছরের মধ্যে এ ধরণের ড্রোন ব্যাপক সংখ্যায় তৈরি করার পরিকল্পনা রয়েছে উত্তর কোরিয়ার। দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার বৈরী সম্পর্ক বিরাজ করছে। এ কারণে দক্ষিণ কোরিয়া ঐ প্রতিবেশী দেশের সামরিক উন্নয়ন-অগ্রগতি এবং তৎপরতার ওপর গভীরভাবে নজর রাখে।#

Sharing is caring!