সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুনামগঞ্জ-সিলেট সহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী।
বিক্ষোভকারীদের অভিযোগ, গত ৯ই ফেব্রুয়ারি উজির মিয়াকে গরু চোর সন্দেহে আটক করে পুলিশ। ১০ই ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান তিনি। স্বজনদের দাবি, পুলিশ হেফাজতে নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে প্রথমে উজিরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় শান্তিগঞ্জ থানার এস আই আলাউদ্দিন, এস আই দেবাশীষ, এস আই পার্ডন কুমার সিংহকে অভিযুক্ত দাবি করে মরদেহ নিয়ে দুপুর দুইটা থেকে মহাসড়ক অবরোধ শুরু করে হাজারও মানুষ। এতে আটকা পড়ে কয়েক’শ যানবাহন।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে টিম পাঠানো হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটও রয়েছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন বলেও জানান হয়। এছাড়া অবরোধকারীদের শান্ত করতে ঘটনাস্থোলে গিয়ে তোপের মুখে পড়েন দক্ষিণ সুনামগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা।