দেশে সুষ্ঠ নির্বাচন হয় না অনেকদিন থেকে। আওয়ামী লীগ সরকার চেষ্টা করে যেকোন নির্বাচনেই প্রভাব বিস্তার করতে। সেই সুযোগ তারা শিল্পী সমিতির নির্বাচনেও হাতছাড়া করতে চায় না। তবে চাইলেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সব জায়গায় তাদের প্রভাব বিস্তার করতে পারেনি। ফলাফল পেয়েছে সাথে সাথে। অনেক জায়গাতেই ভরাডুবি হয়েছে ক্ষমতাসীন দলটির।
বাকি ছয় ধাপের চেয়ে সপ্তম ধাপে আওয়ামী লীগের ভরাডুবি সবচেয়ে বেশি হয়েছে। এই ধাপে ৩০ শতাংশ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছে। বাকি ৬৪ শতাংশ স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। অন্যতম প্রধান বিরোধীদল বিএনপি সরাসরি এই নির্বাচনে অংশ না নিলেও, দলটির অনেক তৃণমূল নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয় পেয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ৭ম ধাপের ইউপি নির্বাচনের বেসরকারি ফলাফল প্রকাশ করেছে। সোমবার সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে ১৩৪টি ইউনিয়ন পরিষদের বেসরকারি ফলাফল জানানো হয়। এগুলো মধ্যে ৮৬টি ইউপিতে স্বতন্ত্র প্রার্থী এবং ৪০টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়ী হয়েছে।
এছাড়া জাতীয় পার্টি মনোনীত ৩ জন এবং জাতীয় পার্টির (জেপি) মনোনীত ১ জন প্রার্থী নির্বাচনে জয়ী হয়েছেন।
বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। দলীয় মনোনয়ন না পাওয়ায় তারা স্বতন্ত্র প্রার্থীও হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।
সাত ধাপে এ পর্যন্ত ৪ হাজার ২৭টি ইউপির অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে ইসি। এর মধ্যে ২ হাজার ১৭২টি ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং ১ হাজার ৭৭৮টি ইউপি তে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে।