বিল পাশ: নিউইয়র্কে নথিপত্রহীনরা পেতে পারেন অর্থ সহায়তা

এক বছর আগে করোনার প্রথম ধাক্কায় নিউইয়র্ক ছিল বিশ্বের অন্য নগরীর চেয়ে সবচেয় ভয়ংকর। মিনিটে মিনিটে শুধু মৃত্যুর খবর আসতো চারিদিক থেকে। মার্চের শেষ সপ্তাহ থেকে জুলাই পর্যন্ত ছিল ভূতুড়ে মৃত্যুপুরী একটি নগরী। সেইসময় থেকে করোনাভাইরাসের কারণে বেশিরভাগ মানুষ কাজ হারিয়ে ঘরবন্দী ছিলেন। তবে বেকার ভাতা পাওয়ায় বেশিরভাগ মানুষ স্বচ্ছলও ছিলেন।
করোনার সেই ধাক্কা কাটিয়ে নিউইয়র্ক অনেকটা স্বাভাবিক হয়ে ফিরেছে।কিছু সংখ্যক মানুষ কাজে ফিরলেও বেশিরভাগ বেকার ভাতা নিচ্ছেন। অনেকে সরকারি লোন, স্টিমুলাস এমনকি ফিউনারেলরেও অর্থ পাচ্ছেন। আর এসব সুবিধা মার্কিন নাগরিক ও বৈধ অভিবাসীদের জন্য। তবে নথিপত্রহীন করোনাকালীন সময় এর কোনো সুবিধা তো পাননি উল্টো সেইসময় অনেকে চিকিৎসার অভাবে করোনাভাইরাসে মারা গেছেন।

করোনা শুরুর দিকে বেশিরভাগ নিহতদের গণকবরও দেওয়া হয়।আর যারা সংগ্রাম করে এখনো বেঁচে আছেন তাদের বেশিরভাগ কাজ হারিয়ে না খেয়েও জীবনযাপন করছেন।এবার কিছুটা হলেও নথিপত্রহীনরা সেই কষ্ট ঘুঁচতে পারবেন।

এবার নিউইয়র্কে বসবাসরত কাগজপত্রহীন অভিবাসীরা পাবেন স্টিমুলাস চেক। এর সাথে ভাড়াটিয়া এবং ক্ষুদ্র বাড়ির মালিকরাও পাচ্ছেন অর্থ। এছাড়া প্রায় ৩ লাখ কাগজপত্রহীন অভিবাসীরা পাবেন কমপক্ষে ১৫ হাজার ৬০০ ডলারের অর্থ সহায়তা।তবে এই অর্থ সহায়তা পেতে নিউইয়র্ক স্টেটের বাসিন্দা হতে হবে।

এছাড়া করোনার কারণে চাকরি চলে যাওয়ার কারণে যারা বেকার ভাতা নিতে পারেননি তাদের সেই প্রমাণ থাকতে হবে।আর যদি কেউ এসব প্রমাণ দেখাতে পারেন না সেক্ষত্রে ৩ হাজার ২০০ ডলার পাবেন। এছাড়া এই ফান্ড থেকে অর্থ পাবেন সেসব ভাড়াটিয়া যারা ভাড়া দিতে পারেননি এবং ক্ষুদ্র বাড়ির মালিকরা – যারা মর্গেজ দিতে পারেননি এবং পেন্ডামিকে চাকরি হারিয়েছেন।

গত ৬ এপ্রিল নিউইয়র্ক স্টেটে দুটো বিল পাস হয়েছে। এক্সক্লুড ওয়ার্কাস ফান্ডের জন্য ২.১ বিলিয়ন ডলার( অবৈধদের জন্য)। আরেকটি বিল পাশ হয়েছে রেন্ট রিলিফ ফান্ড নামে।এই ফান্ডের জন্য পাশ হয়েছে ১০০ মিলিয়ন ডলার। ডেমোক্রেটদের অধীনে বিলটি পাশ হলেও এখন গভর্নর এন্ড্রু ক্যুমোর স্বাক্ষরের অপেক্ষায়।

যদি বিলটি পাশ হয় তবে সেটা হবে আমেরিকার ইতিহাসে নথিপত্রহীনদের জন্য সবচেয়ে বড় অর্থ সহায়তা। এই বিলটি নিয়ে রিপাবলিকানরা চরম ক্ষোভ ও বিরোধিতা করে

Sharing is caring!