ভ্যাকসিন নেয়ার তিন সপ্তাহ পর করোনায় আক্রান্ত

কোভিড-১৯ ভ্যাকসিন দেয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন নিউইয়র্কের এক নারী। ৩১ বছর বয়সী ওই নারী জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিন দিয়েছিলেন। অ্যাশলে অ্যালেন নগরীর ব্রুকলিনের উইলিয়ামস বার্গের একটি অ্যাপার্টমেন্টে বসবাস করেন।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানা যায়, অ্যাশলে অ্যালেন জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিন নেয়ার তিন সপ্তাহ পর আক্রান্ত হন। গত ১০ মার্চ ব্রুকলিনের জাভিটস সেন্টারে জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট করেন অ্যাশলে। ভ্যাকসিন নেয়ার পরের দিনই তিনি জরে আক্রান্ত হন। যদিও ভ্যাকসিন দেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া শেষে দ্রুত অ্যাশলে সুস্থ হয়ে উঠেন।

অ্যাশলে আরও জানান, ভ্যাকসিন নেয়ার পরও আমি খুব সতর্ক থাকতাম। বাইরে বের হলে আমি সবসময় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার নিয়মিত ব্যবহার করতাম। এমনকি সুরক্ষার জন্য সবসময় হাতও পরিষ্কার রাখতাম।

অ্যাশলে বলেন, গত ৩১ মার্চ আমার গলায় কিছুটা ব্যথা অনুভব করলাম। এরপর আমার গলা ব্যথা ও শুকনো কাশি শুরু হয়। আমি মনে করেছিলাম যে অ্যালার্জি হয়েছে। কয়েকদিন যেতেই দেখি আমার শরীর আরও খারাপ হতে শুরু করল। তারপর আমি চিকিৎসকের শরণাপন্ন হই। প্রথমে আমি মনে করেছিলাম লাইম রোগ (যা বোরেলিয়া বার্গডোরফেরি নামক ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত রোগ) হয়েছে।

অ্যাশলে আরও বলেন, আর কোনো উপায় না দেখে গত ৪ এপ্রিল করোনা টেস্ট করাতে গেলে ৫ এপ্রিল আমার করোনাভাইরাস পজেটিভ রেজাল্ট আসে।করোনার রেজাল্ট পজেটিভ আসার পর আমি সত্যি অবাক হলাম!

করোনা ভ্যাকসিন নেয়ার পর আক্রান্ত হওয়ার ঘটনা যদিও খুবই বিরল, তবে অবাক হওয়ার কিছু নেই। অ্যাশলের এমন ঘটনা সম্পর্কে ম্যানহাটন সিটির চিকিসৎক ডা. ক্রিস বানগি নিউইয়র্ক পোস্টকে বলেন, ভ্যাকসিন নিলেই যে করোনা হবে না এমনটি নয়। তবে কোভিড হাসপাতাল অথবা মৃত্যু থেকে রক্ষা করে। আর এ জন্য আমাদেরকে করোনাকালীন সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।

Sharing is caring!