বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ‘পত্রিকায় দেখলাম, ওয়াসার এমডি তিন মাসের ছুটি নিয়ে আমেরিকায় গেছেন। যখন দেশে এ রকম একটা ক্রাইসিস, যখন গরমে ও কোভিডের মধ্যে ত্রাহি অবস্থা, সেই সময় তিনি আমেরিকায় গিয়ে সেখান থেকে নাকি অফিস চালাবেন। কেন, কারণটা কী? খোঁজ নিয়ে দেখেন যে আমেরিকায় তাঁর কয়টা বাড়ি হয়েছে, কী হয়েছে, না হয়েছে।’
উল্লেখ্য, তিন মাসের ছুটি নিয়ে গত ২৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়ে যান তাকসিম এ খান। তাঁর ছুটির আদেশে বলা হয়েছে, এ সময় ওয়াসার পরিচালক (উন্নয়ন) এমডির দায়িত্বে থাকবেন। তবে তাকসিম এ খান কাউকে দায়িত্ব হস্তান্তর করে যাননি। নিজে অফিস আদেশ জারি করে নিজেকে ‘অনলাইন এমডি’ হিসেবে উল্লেখ করেছেন। অফিস আদেশে বলা হয়, বিদেশে অবস্থানের সময় যেকোনো পলিসি এবং অন্যান্য বিষয়ে তাকসিম এ খান নিজে এমডির দায়িত্ব পালন করবেন। এর জন্য ই-নথি, ই-জিপি, ই-মেইল, ফেসটাইম, ভাইবার, হোয়াটসঅ্যাপ এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি যোগাযোগ রক্ষা করবেন।
আজ (শুক্রবার) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এ অভিযোগ করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, “আওয়ামী লীগ সরকার সম্পূর্ণভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণতন্ত্রকে কেড়ে নিয়েছে। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। সে কারণে জনবিচ্ছিন্ন এ সরকারকে জোর করে ক্ষমতায় থাকতেই হত্যা, নির্যাতন, খুন ও গুম মিথ্যা মামলা- এসব কৌশল অবলম্বন করেছে।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ‘গুম-খুন-নির্যাতিত’ পরিবারকে ঈদের শুভেচ্ছা বিতরণের জন্য জুমাপূর্ব এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মির্জা ফাখরুল বলেন, ১৯৭৫ সালেও আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখার জন্য আজকের মতো প্রতিবাদী তরুণদের হত্যা করেছে। বামপন্থী প্রায় ১৮ হাজার কিশোর-তরুণকে হত্যা করা হয়েছে। সিরাজ শিকদারের মতো একজন রাজনৈতিক নেতাকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে।
মানবাধিকার স্বংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য উদ্ধৃত করে ফখরুল ইসলাম জানান, ২০২০ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে মোট ৬০১ জন গুম হয়েছে। বিচারবহির্ভূত হত্যা হয়েছে ২ হাজার ৮০১ জনের। অবশ্যই আওয়ামী লীগকে এসব গুম হওয়া মানুষগুলোর পরিবার ও জাতির কাছে এসব কর্মকাণ্ডের জবাব দিতে হবে।
বিএনপির মহাসচিব বলেন, এই দেশের ইতিহাস বলে একনায়কতন্ত্র, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে মানুষ জয়লাভ করেছে। আমি, বিশ্বাস করি অবশ্যই আমরা এদের পরাজিত করতে সক্ষম হবো। আমাদের যারা হারিয়ে গেছে, মৃত্যুবরণ করেছে, গুম হয়েছে তাদের রক্ত বৃথা যেতে পারে না।
অনুষ্ঠানে মির্জা ফখরুল অভিযোগ করেন, শুধু একটা কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য, দুর্নীতি করার জন্য একটিমাত্র উৎস থেকে এককভাবে টিকা আনার অনুমতি দিয়েছে সরকার।
বিএনপির মহাসচিব উল্লেখ করেন, বিশেষজ্ঞরা বলেছিলেন, বিকল্প হিসেবে চীন ও রাশিয়ার উৎসগুলো দেখা হোক। তখন সরকার তা করেনি। এতদিন পর সেই চীন ও রাশিয়ার সঙ্গে সরকার চুক্তি করছে।