শিল্পী সমিতির আলোচনা কোনভাবেই শেষ হচ্ছে না। যেন জায়েদ খান আর নিপুণ তা শেষ করতেই দিচ্ছেন না। যদিও সাধারণ সম্পাদক হিসেবে চিত্রনায়িকা নিপুণ শপথ নিয়ে ফেলেছেন তবুও হাল ছাড়তে চাচ্ছেন না জায়েদ খান। এবার তিনি আপিল বোর্ডের প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন।
সোমবার (৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন জায়েদ খান।
নানা ঘটনার পর শনিবার তার প্রার্থিতা বাতিল করে সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তারকে সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
এই নির্বাচন পরিচালনায় গঠিত আপিল বোর্ডের সভার পরিষদের সদস্য পদে নির্বাচিত চুন্নুর প্রার্থিতাও বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে ভোটের পর নিপুণ অর্থ দিয়ে ভোট কেনার অভিযোগ তুললেও জায়েদ তা প্রত্যাখ্যান করেছিলেন।
প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এর প্রাথমিক ফলাফলে জয়ী হন চিত্রনায়ক জায়েদ খান। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগে তার প্রার্থিতা বাতিল করেছিল আপিল বোর্ড।